
লিটন দাসকে বাদ দেওয়ার পরামর্শ ওয়াসিম আকরামের
শেষ কয়েকটি ম্যাচে বাংলাদেশের হয়ে তেমন কিছুই করতে পারেননি ওপেনার লিটন দাস। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও বাজে পারফর্ম করেছেন তিনি, ছেড়েছেন দুটি নিশ্চিত ক্যাচও। এরপরও তাকে কেন বাংলাদেশ দলে নেওয়া হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম।
বাংলাদেশ বমান শ্রীলঙ্কা ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে ২৫ অক্টোবর তিনি বলেন, লিটন দাসকে মনে হচ্ছে বাছাইয়ের ম্যাচগুলো থেকেই ঘুমিয়ে আছে। না পারছে সে ভালো ফিল্ডিংও করতে। তারপরও তাকে দলে নেওয়ার যৌক্তিকতা কতটুকু তা আমি বুঝি না।
শ্রীলঙ্কা শিবিরে রোববার সাকিব-সাইফউদ্দিনের আঘাত হানার পর আরেকবার উদযাপনের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বোলিংয়ে ছিলেন আফিফ হোসেন। রাজাপাকসের উইকেটটা পেয়ে যেতে পারতেন আফিফ, তবে ডিপ স্কয়ার লেগে মোটামুটি সহজ ক্যাচ ফেলে দেন লিটন। শুধু সেটাই না, ক্যাচ ছাড়ার বলে হয়েছে চারও।
এরপর মুস্তাফিজের করা ১৬তম ওভারেও আরেকবার ক্যাচ ফেলে দেন সেই লিটন দাস। এক ইনিংস দুই দুটি সহজ ক্যাচ মিস করেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশ ১৭১ রান সংগ্রহ করেও শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে যায়। এর আগে ব্যাট হাতেও খুব একটা সফল ছিলেন না লিটন। ১৬ বলে করেন মাত্র ১৬ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকটাই বেমানান।