
শিশু যৌন নির্যাতনে দোষী সাবেক প্রধান শিক্ষিকা
অস্ট্রেলিয়ার অতি-অর্থোডক্স ইহুদি গার্লস স্কুলে কিশোরী শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ন চালানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন স্কুলটির সাবেক এক প্রধান শিক্ষিকা।
আদালতের রায়ে বলা হয়, ২০০৩-২০০৭ সালের মধ্যে দাসি এরলিচ ও এলি স্যাপার নামে দুই বোনকে ধর্ষণ এবং অশ্লীলভাবে লাঞ্ছিত করেছেন মালকা। তাদের আরেক বোন নিকোল মেয়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রমাণ হয়নি।
ওই শিক্ষকের নাম মালকা লিফার। তার বয়স ৫৬ বছর। লিফারের সাজা ঘোষণা হবে পরের শুনানিতে।
ভিক্টোরিয়ার কাউন্টি আদালতে ছয় সপ্তাহের বিচারে প্রমাণ পাওয়া গেছে যে লিফার মেলবোর্নের অ্যাডাস ইজরায়েল স্কুলে একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, যেখানে তিন বোন তার ছাত্রী ছিল। অভিযোগকারীরা জানায়, স্কুল, স্কুল ক্যাম্প এবং প্রধান শিক্ষকের বাড়িতে, তালাবদ্ধ শ্রেণীকক্ষে লেইফার তাদের নির্যাতিত করেছিলেন। সূত্র: বিবিসি