
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৪৭ রান। বাংলাদেশের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ১২ ওভারে ৭৯ রান না তুলতেই দলটি হারিয়ে ফেলে ৬ উইকেট। তখন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩০ বলে ৫৩। আর বাংলাদেশের লক্ষ্য ৪ উইকেট তুলে নেয়া। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ উইকেট আদায় করতে না পারায় শ্রীলঙ্কার জয় ঠেকানো সম্ভব হয়নি। যদিও শেষ দিকে এসে কিছুটা ব্যাটিং বিপর্যয় পড়েছিল লঙ্কানরা।সৌম্য-মেহেদীদের সৃষ্টি করা সেই চাপ শক্ত হাতে সামাল দেন অভিষকা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে।
সপ্তম উইকেটে দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের মুঠো থেকে ফসকে যায় ম্যাচ। শ্রীলঙ্কা লক্ষ্যে পৌঁছে যায় ১৯তম ওভারের শেষ বলে। শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন অভিষকা ও চামিকা। তাসকিন-শরিফুল-নাসুমরা রানের লাগাম টেনে ধরতে পারেননি। অভিষকা ৪২ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। ১টি করে চার-ছক্কায় ২৫ বলে ২৯ রানে অপরাজিত থেকে জয়ে দারুণ অবদান রাখেন চামিকা।
প্রথম ৩ ওভারে মাত্র ৪ রান খরচ করা তাসকিন ১৮তম ওভারে খরচ করে বসেন ২১ রান। ১৯তম ওভারে শরিফুলের ওভার থেকেই কাঙ্ক্ষিত ১২ রান পেয়ে যায় লঙ্কানরা। খরুচে ছিলেন নাসুমও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ দিন প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস-মুশফিকুর রহিমরা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ।
সর্বোচ্চ ২৬ বলে ৩৪ রান নিয়েছেন সৌম্য সরকার। তার ইনিংসটি সাজানো ছিল ১টি চার ও ২টি ছয়ের মারে। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান ও আফিফ হোসেন ধ্রুব ১১ রানে সাজঘরে ফেরেন। মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।