
সংবাদ সম্মেলনে কোকা-কোলার বোতল সরানো এখন ট্রলে পরিনত
খারাপ সময় কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে ৬৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এরপর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এক মজার কাণ্ড ঘটান এই অজি ওপেনার। মাস তিনেক আগে অনুষ্ঠিত ইউরো-২০২০-তে ক্রিশ্চিয়ানো রোনালদো কোকা-কোলার বোতল সরিয়ে রেখেছিলেন। এবারও ওয়ার্নারও সেই কাণ্ড ঘটালেন!
প্রচারণার অংশ হিসেবে সংবাদ সম্মেলনে তাই টেবিলে রাখা ছিল কোকা-কোলার বোতল। তবে চেয়ারে বসেই ওয়ার্নার বোতল দুটি সরিয়ে নেন। যদিও তৎক্ষণাৎ সেখানে উপস্থিত আইসিসির এক সাপোর্টিং স্টাফকে এই বাঁহাতি ওপেনার জিজ্ঞেস করছিলেন, তিনি বোতল সরিয়ে রাখতে পারবেন কি না। তবে সেখান থেকে ‘না’ সূচক উত্তর মেলার পর ওয়ার্নার অবশ্য বোতল দুটি আবার আগের জায়গাতেই রেখে দেন। পরে অবশ্য তিনি বলছিলেন, ‘যদি ক্রিস্টিয়ানোর জন্য কোকা-কোলা পরিহার করা ভালো হয়, তবে আমার জন্যও হবে।’
রোনালদোর ওই কোকা-কোলা কাণ্ডে কম্পানিটির নাকি ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। সংবাদ সম্মেলনে কোকা-কোলার বোতল সরিয়ে সিআরসেভেন বলেছিলেন, ‘কোকা-কোলা পান না করে পানি পান করুন।’ পরে কোকা-কোলা একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, প্রত্যেকেই তার নিজস্ব পছন্দ অনুযায়ী পানীয় পান করেন। মানুষের চাহিদা ভিন্ন হতেই পারে।
রোনালদোর মতো গত ইউরোতে আরও বেশকিছু ফুটবলার সংবাদ সম্মেলনে এসে কোমল পানীয় কোকা-কোলার বোতল সরিয়ে ফেলেন। ফলে তাতে অনেকেই সে বিষয়টাকে এক প্রকার ট্রোল বানিয়ে ফেলে। তবে তখন কোকা-কোলারের পক্ষ থেকে জানানো হয় এমন সংবাদ সম্মেলনে এসে কোকের বোতল সরালে জরিমানা করা হবে।