
সবচেয়ে বড় ডায়নোসারের দেহাবশেষ বিক্রি
আবিষ্কৃত সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষ বিক্রি করা হয়েছে। ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষ বিক্রি করার জন্য নিলামে তোলা হয়েছে। নিলামে এর মূল্য উঠেছে ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে। যা বাংলাদেশি টাকায় ৬৬ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
২১ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি নিলামে তোলা হয়। এটি নিলামে তোলে ড্রোআউট নামের একটি প্রতিষ্ঠান। জানা যায়, কমিশন ও অন্যান্য খরচ বাদ দিয়ে এর দাম পড়ছে ৫৫ লাখ ইউরো। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ধারণা করেছিল, কঙ্কালটি ১২ থেকে ১৫ লাখ ডলারের মধ্যে বিক্রি হয়ে যাবে। বিক্রির সময় সবাই ছবি তোলে।
বিগ জন নামে পরিচিত এই ট্রাইসেরাটপস ডায়নোসারের দেহাবশেষটি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় পাওয়া গিয়েছিল। ২ দশমিক ৬২ মিটার লম্বা ও দুই মিটার চওড়া কঙ্কালটির খোঁজ ২০১৪ সালে পাওয়া যায়। ছয় কোটি ৬০ লাখ বছরের পুরোনো দেহাবশেষটির ৬০ শতাংশ ২০১৫ সালে উদ্ধার করা হয়।