
আন্তর্জাতিক
সরিয়ে দেওয়া হলো চীনের সেই পররাষ্ট্রমন্ত্রীকে
দায়িত্ব পাওয়ার সাত মাসের কম সময়ের ব্যবধানে সরিয়ে দেওয়া হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংকে। তার জায়গা নিচ্ছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পররাষ্ট্রবিষয়ক প্রধান ওয়াং ই। মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
সদ্যবিদায়ী কিং গ্যাং প্রায় একমাস আড়ালে রয়েছেন। অনেক দিন জনসম্মুখে না আসায় গুঞ্জন দেখা দেয়। ৫৭ বছর বয়সী কিং গ্যাংকে সর্বশেষ দেখা যায় গত ২৫ জুন।
গত ডিসেম্বরে তাকে পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের খুবই আস্থাভাজন একজন রাজনীতিক। তাকে হঠাৎ সরিয়ে দেওয়া নিয়ে কোনও কারণ উল্লেখ করেনি বেইজিং।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের শীর্ষ আইনসভা ওয়াং ই’ কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে।