
খেলা
সর্বনিম্ন দরে মার্কিন ডলার
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডলারের দর আরও নিম্নমুখী হয়েছে। গত ৩ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, গত ২ বছরের মধ্যে দেশটিতে মূল্যস্ফীতির বার্ষিক বৃদ্ধি সবচেয়ে কম হয়েছে। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ানো থেকে বিরত থাকতে পারে বলে সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ফলে ইউএস ডলারের মূল্য আরও কমেছে।
মঙ্গলবার (১৩ জুন) কার্যদিবস শেষে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। বর্তমানে তা ১০৩ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। গত ৩ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।
এ প্রেক্ষাপটে ইউরোর মান বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ০৭৯১ ডলারে।
বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন