
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে গত শনিবার রাতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিকটবর্তী দুটি ফায়ার স্টেশনে ১০ জনকে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। স্টেশন দুটিতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে মারা যাওয়া ৯ ফায়ার সার্ভিস সদস্যের ৬ জনই কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের। স্টেশনটি থেকে ওই দিন আগুন নেভাতে গিয়েছিলেন ১৫ জন। এর মধ্যে ৮ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ১ জন নিখোঁজ। আর সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে ১১ জন আগুন নেভাতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৬ জন আহত হয়েছেন। মারা গেছেন ৩ জন। ২ জন নিখোঁজ। এ কারণে দুটি স্টেশন থেকে ২৬ জন হতাহতের বিপরীতে কাজ চালিয়ে নেওয়ার জন্য ১০ জনকে আপাতত সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।
বিএম কন্টেইনার ডিপো এলাকায় আগুন নির্বাপণে আসেন ফেনীর উপসহকারী পরিচালক (ডিএডি) পূর্ণচন্দ্র মুৎসুদ্দি। তিনি প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ এলাকা। এলাকায় যেকোনো মুহূর্তে আগুন ধরলে তা নিয়ন্ত্রণ করতে হবে আগে। সে জন্য বিভিন্ন স্টেশন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীতাকুণ্ডে ৫ ও কুমিরাতে ৫ সদস্যকে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ওয়্যারহাউস ইন্সপেক্টর, টিম লিডার ও ফায়ার ফাইটার আছেন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, স্টেশনটিতে ৩৯ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১৫ জন ওই দিন আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গত সোমবার স্টেশনটিতে একজন ওয়্যারহাউস ইন্সপেক্টর ও চারজন ফায়ার ফাইটার দেওয়া হয়েছে। স্টেশনটির লিডার আতিকুর রহমান বলেন, সহকর্মীদের হারিয়ে কষ্ট লাগছে। তবে মনোবল চাঙা আছে। কোথাও আগুন লাগলে তাঁরা সামলে নিতে পারবেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই স্টেশনের ২৪ জনের মধ্যে ১১ জন আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এখন নতুন পদায়নকৃতরা মিলে মোট ১৮ জন আছেন।