
সেমিফাইনালের লড়াই পরিণত হয়েছে প্রতিশোধের মঞ্চে, এসেছে পুরোনো হিসাব মিলানোর সময়
গ্রুপ পর্বের দুই ম্যাচ আগেই নিশ্চিত হয়ে যায় চার সেমিফাইনালিস্ট। স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের বড় জয়ে ঠিক হয়ে যায় সেমিতে কে কার বিপক্ষে খেলবে। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও পাকিস্তান-অস্ট্রেলিয়া।
আবুধাবিতে আগামী ১০ নভেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। পরদিন দুবাইয়ে দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
সেমিফাইনালের লড়াই পরিণত হয়েছে ‘প্রতিশোধের’ মঞ্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কখনই খেলেনি নিউজিল্যান্ড। গতবার সুযোগ এসেছিল শিরোপার মঞ্চে ওঠার। ইংল্যান্ডের কাছে হেরে হৃদয় ভাঙে কিউইদের। ১০ নভেম্বর ইংলিশদের বিদায় করতে পারলে আরেকটি দারুণ প্রতিশোধ নেয়া হবে কেন উইলিয়ামসনদের।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এউইন মরগানদের সঙ্গে ‘টাই’ করলেও বাউন্ডারির অদ্ভূত হিসেবে শিরোপা জেতা হয়নি নিউজিল্যান্ডের। আবুধাবিতে ইংলিশদের হারালে ‘ডাবল প্রতিশোধ’ নেয়া হবে ব্ল্যাক ক্যাপসদের।
গ্রুপ-১ এর সেরা হয়ে ফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড। টানা ৪ জয়ের পর শেষ ম্যাচে হারে দক্ষিণ আফ্রিকার কাছে। তাতেও গ্রুপ সেরা হওয়া আটকায়নি ইংল্যান্ডের। পাকিস্তানের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা নিউজিল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়ায়। টানা ৪ জয়ে গ্রুপ-২ এর রানার্সআপ হয় কিউইরা।
দ্বিতীয় সেমিফাইনালেও প্রতিশোধের আগুনে উত্তাপ ছড়াবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই আসরেই ফাইনাল খেলে পাকিস্তান। ২০০৯ এ জিতে নেয় শিরোপা। পরের বছরও ফাইনাল খেলার সম্ভাবনা জাগায় পাকিস্তান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বাধা টপকাতে পারেনি তারা। ১১ বছর পর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের মুখোমুখি পাকিস্তান।
বাবর আজমের দল বিশ্বকাপে খেলছে দুর্দান্ত। একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত পাকিস্তান। টানা ৫ জয়ের আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাবর আজমের দল। অন্যদিকে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলায় রয়েছে ভাগ্যের ছোঁয়া। গ্রুপ-১ এ দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট অস্ট্রেলিয়ার সমান ৮। রানরেটের ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় শেষ চারে অ্যারন ফিঞ্চের দল।