
স্কুইড গেম থেকে অনুপ্রাণিত ‘ক্রিপ্টোকারেন্সি’তে ধস
ওয়েব-সিরিজের দুনিয়ায় বেশ নজর কেড়েছিল দক্ষিণ কোরিয়ার সারভাইভাল ড্রামা সিরিজ স্কুইড গেম । দুর্দান্ত সাফল্যের পর ক্রিপ্টো মার্কেটে এক নতুন টোকেন লঞ্চ করা হয় স্কুইডগেম ক্যাশ নামে। আর সেই টোকেনেই মাত্র ১২ দিনে ২৫ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা।স্কুইড গেম ক্রিপ্টোকারেন্সি অক্টোবরের ২০ তারিখ থেকে কেনা-বেচার জন্য উপলব্ধ করা হয়। নেটফ্লিক্সের এই স্কুইড গেম ওয়েব-সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে একটি অনলাইন গেমের জন্য পে-টু-প্লে হিসাবে এই টোকেন ছাড়া হয়।
স্কুইড ওয়েব সিরিজে যেমন দেখানো হয়েছিল, টাকা জেতার জন্য ঋণ-গ্রস্ত ব্যক্তিরা বাচ্চাদের গেম খেলতে এক আইল্যান্ডে পৌঁছে যায়, যা ছিল একেবারে ডু অর ডাই অর্থাৎ গেমে হারলেই মৃত্য অবধারিত। ঠিক তেমনই স্কুইডগেম ক্যাশ টোকেন একইভাবে পরিকল্পিত যেখানে বিনিয়োগকারীদের আরো টোকেন জেতার লোভ দেখানো হয়। ৩০ অক্টোবর এই স্কুইড গেম টোকেনের মূল্য ২৮০০ মার্কিন ডলার যা ভারতীয় অর্থে ২ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু কয়েকঘন্টা যেতেই এই টোকেনের মূল্য ৯৯.৯৯ শতাংশ কমে ০.২৫ পয়সায় নেমে আসে।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩.৩৮ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৫ কোটি টাকা নিয়ে চম্পট দেয় এই টোকেনের নির্মাতারা। এমনকি স্কুইডগেম ক্যাশ টোকেনের যে ওয়েবসাইট চালু করা হয়েছিল সেটিও অচল করে দেয় সাইবার অপরাধীরা। অনেকের দাবি, এই ধরণের টোকেন ভিত্তিহীন সম্পূর্ণ পাম্প অ্যান্ড ডাম্প ফর্মুলায় চলে। তাই এইরূপ ক্রিপ্টোকারেন্সি থেকে যতটা এড়িয়ে থাকা যায় ততই শ্রেয়।