টেকনোলজি

হতাশজনক ফলাফল ক্যামেরা এক্সপার্ট Xiaomi 13 Pro ফোনের, প্রথম দশেও ঠাঁই হল না

ক্যামেরা রেটিং ওয়েবসাইট DxOMark দ্বারা পরিচালিত ক্যামেরা পারফরম্যান্স টেস্টের শীর্ষস্থান বরাবরই Huawei এবং Honor ব্র্যান্ডিংয়ের স্মার্টফোনগুলি অধিকার করে থাকে। তবে আজ আমরা ব্যতিক্রমী হয়ে টপ-৫ নয় বরং কিছুটা পিছনের অবস্থানকারী একটি মোবাইলের ক্যামেরা পারফরম্যান্স সম্পর্কে আলোচনা করবো। আসলে উক্ত সাইটটি হালফিলে ‘ক্যামেরা এক্সপার্ট’ ট্যাগিংয়ের সাথে আসা Xiaomi 13 Pro স্মার্টফোনের ক্যামেরা টেস্টিংয়ের ফলাফল প্রকাশ করেছে। DXOMark পরিচালিত এই পরীক্ষায়, ডিভাইসটি সার্বিকভাবে (ওভারঅল) ১৬তম এবং আল্ট্রা-প্রিমিয়াম বিভাগে ১৫তম স্থান পেয়েছে।

আবার Xiaomi 13 Pro ডিসপ্লে বেঞ্চমার্কের নিরিখে ১৭তম এবং স্পিকার পারফরম্যান্সের ক্ষেত্রে ১৫তম স্থানে অবস্থান করেছে। যাইহোক, ডিভাইসটির ক্যামেরা পারফরম্যান্স সংক্রান্ত আলোচনায় ফিরে আসা যাক। Xiaomi ব্র্যান্ডিংয়ের এই ফোনটি ১৫২ পয়েন্টের মধ্যে মোট ১৩২ পয়েন্ট পেয়েছে। এছাড়া জানা গেছে, আলোচ্য হ্যান্ডসেটকে ফ্যামিলি পোর্ট্রেট ও গ্রুপ শট ক্যামেরা ফিচারের জন্য ১১৮ পয়েন্ট এবং লো-লাইট পারফরম্যান্সের জন্য ১০০ পয়েন্ট প্রদান করেছে DXOMark।

Xiaomi 13 Pro Camera

DXOMark প্রদত্ত রিপোর্টে, শাওমি ১৩ প্রো স্মার্টফোনের সামগ্রিক ক্যামেরা পারফরম্যান্স অত্যন্ত ভালো বলে উল্লেখ আছে। এক্ষেত্রে ডিভাইসটি – বেশি অবজেক্ট ডিটেইলিং, ভালো স্যাচুরেশন কন্ট্রোল এবং জুমের ক্ষেত্রে মোটামুটি ভালোই পারফরম্যান্স অফার করে। এর অডিও রেকর্ডিং স্কিলও অত্যন্ত ভালো। যদিও কনসার্টের মতো হাই-পিচ সাউন্ড রেকর্ড করার জন্য এই ফোন উপযুক্ত নয় বলে দাবি করেছে উক্ত ক্যামেরা স্টাডি অ্যানালাইসিস সাইটটি। এছাড়া, শাওমি বিকশিত এই ফোনে ব্যাকলিট সেন্স বা লো-লাইটের মতো ক্যামেরা সেটিংসের অধীনে ছবি ক্যাপচার করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি, হাই-কনট্রাস্ট পরিস্থিতিতে ছবিকে সঠিকভাবে এক্সপোস করতেও ব্যর্থ হয়েছে ফোনটি। এছাড়া, সরাসরি সূর্যের আলো পড়লে শাওমি ১৩ প্রো ফোনের ডিসপ্লে রিডেবিলিটি খুব একটা ভালোভাবে কাজ করে না বলেও মন্তব্য করেছে DXOMark।

প্রসঙ্গত, DXOMark পরিচালিত ক্যামেরা পারফরম্যান্স পরীক্ষার ফলাফল অনুসারে Honor Magic 5 Pro ফোনটি বর্তমানে সেরা-পারফর্মিং স্মার্টফোন। দ্বিতীয় স্থানে আছে Huawei Mate 50 Pro। তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করে রয়েছে যথাক্রমে Google Pixel 7 Pro ও Apple iPhone 14 Pro Max। এছাড়াও Xiaomi 13 Pro -এর অনুরূপ পারফরম্যান্স প্রদান করায় Xiaomi 12S Ultra মডেলটিও ১৩২ পয়েন্ট পেয়ে ১৬তম স্থানে যুগ্মভাবে নিজের নাম লিখিয়েছে।

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Stream TV Pro News - Stream TV Pro World - Stream TV Pro Sports - Stream TV Pro Entertainment - Stream TV Pro Games - Stream TV Pro Real Free Instagram Followers PayPal Gift Card Generator Free Paypal Gift Cards Generator Free Discord Nitro Codes Free Fire Diamond Free Fire Diamonds Generator Clash of Clans Generator Roblox free Robux Free Robux PUBG Mobile Generator Free Robux 8 Ball Pool Brawl Stars Generator Apple Gift Card Best Android Apps, Games, Accessories, and Tips Free V Bucks Generator 2022