
২০১০ সালের ক্রিকেট খেলছে ভারত, সুযোগ বুঝেই খোঁচা মাইকেল ভনের
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। আজ রাতে দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে তাই ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। তিন ম্যাচ খেলে সবগুলোতে জিতে এরই মধ্যে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে পাকিস্তান।
কিন্তু ভারত ও নিউজিল্যান্ড দুই দলই বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানের কাছে হেরে। আজকের ম্যাচ ভারত ও নিউজিল্যান্ডের জন্য সমান গুরুত্বপূর্ণ। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ভারতের ব্যাটিংটা হলো যাচ্ছেতাই। ধুঁকে ধুঁকে ভারতের সংগ্রহটা ২০ ওভারে ১১০ রানের বেশি হলো না। কোহলি-রোহিতদের এমন ব্যাটিং দেখে খোঁচা দিতে ভোলেননি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
এমনিতেই খোঁচাখুঁচিতে খ্যাতি আছে ভনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুযোগ পেলেই সক্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁর লক্ষ্যে থাকে অনেকেই। তবে অস্ট্রেলিয়া-ভারতকে ‘খোঁচা’ দিতে পছন্দ করেন সাবেক এই ইংলিশ তারকা।
আজ ভারতের ব্যাটিং দেখেই তাঁর টুইট, ‘২০১০ সালের ক্রিকেট খেলছে ভারত। ক্রিকেট অনেকটাই এগিয়ে গেছে।’
ভারতের মান আজ বাঁচিয়েছেন রবীন্দ্র জাদেজা। বড় বড় ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে জাদেজা ১৯ বল খেলে করেছেন ২৬। এ ম্যাচে টানা ৭১ বল কোনো বাউন্ডারি মারতে পারেনি ভারত। একটা সময় তো মনে হচ্ছিল একশই পেরোতে পারবে না তারা। জাদেজা শেষ দিকে কিছুটা হাত খুলে দলের রান একশ পার করেন।
এ ম্যাচের আগেই ভীষণ চাপে আছে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই। সেই চাপ জয় করে নিজেদের খেলাটাই খেলতে পারেনি ভারত। এমনিতেই পাকিস্তানের কাছে হেরে ভারতের বিশ্বকাপ শুরু হওয়াটা মানতে পারছেন না অনেকে। চারদিকে সমালোচনা চলছে। এই সমালোচনার জবাব ব্যাটেই দিতে পারতেন কোহলি, রোহিতেরা। কিন্তু সেখানেও হতাশ করেছেন আইপিএলে খেলা অভিজ্ঞ সব ব্যাটসম্যান।