Athiya Shetty-KL Rahul : বিয়ের তিন মাস বাকি, নিমন্ত্রণ পাননি আথিয়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর তিনেক হল ক্রিকেটার কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে সম্পর্কে রয়েছেন আথিয়া শেঠি (Athiya Shetty)। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপাও করেননি আথিয়া এবং কে এল রাহুল। বি-টাউনে গুঞ্জন, সুনীল শেঠির বাড়িতে এবার বিয়ের সানাই বাজতে চলেছে। মাস তিনেক পরেই নাকি হতে চলেছে বিয়ের অনুষ্ঠান। এবার নিজের বিয়ে নিয়েই ইনস্টাগ্রাম স্টোরিতে মুখ খুললেন আথিয়া।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঠিক কী লিখেছেন আথিয়া শেঠি?
নিজের বিয়ের গুঞ্জন নিয়ে কিছুটা মজা করে আথিয়া লিখেছেন, ‘তিনমাস পর যে বিয়েটা হচ্ছে, আশাকরি সেখানে আমন্ত্রিত থাকব।’
আরও পড়ুন-Katrina Kaif : মা হচ্ছেন ক্যাটরিনা? বলি পাড়ায় জোর গুঞ্জন
আথিয়ার এই পোস্টেই স্পষ্ট, যতই বিয়ের খবর ছড়িয়ে পড়ুক, আপাতত কে এল রাহুলের সঙ্গে তাঁর সাতপাকে বাঁধা পড়ার কোনও সম্ভাবনা নেই। যদিও কেউ কেউ বলছেন, এটা শুধুমাত্র বিয়ের খবর আড়াল করার কৌশল। কিছুদিন আগে মেয়ের বিয়ের কথা জিজ্ঞাসা করা হলে সুনীল শেঠি জানিয়েছিলেন, ‘নাহ, এখনও কিছু ঠিক হয়নি।’ আথিয়ার ভাই অহনও এই একই কথা জানিয়েছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)