
Free Fire Max Redeem Code Today 2 April 2023: গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স আজকের রিডিম কোড
উচ্চতর ভার্সনের Garena Free Fire Max রিলিজ করল আজকের ফ্রি রিডিম কোড। এই কোড ব্যবহার করে গেমাররা জিতে নিতে পারবেন স্কিন, ক্যারেকটার, উইপনের মত মূল্যবান ইনগেম আইটেম। তবে চিন্তা করবেন না। এর জন্য কোনো অতিরিক্ত পয়সা খরচ করতে হবে না। কয়েকটি সহজ পদ্ধতি ঠিকমতো অনুসরণ করতে পারলেই মেলবক্সে চলে আসবে পুরস্কার। শুধু মনে রাখতে হবে, এই কোডগুলির নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তাই সময় শেষ হওয়ার আগেই দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি।
Free Fire Max Redeem Codes for 2 April 2023 Today Rewards (২ এপ্রিল ২০২৩ এর ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড)
FET5RYTK8O90ULO
FGYUK8O90LJRHD
FGRGTBCS01GBHY
FGUK0POUYE4TGB
FCXAQ234RTGTYHY
F7JUHGT5Y6U7IKJ
FHGFYTU79OIHJG
FGTY6UILKHMNBV
FCXS2FHTGYJ34R5
FT6TJ7JHBSAQ2HY
FTYJHFG3GYUJHGY
FFGY7HY7H5Y7JUI
Garena Free Fire Max: How to Redeem Free Redeem Codes for 2 April
আজ অর্থাৎ ২ এপ্রিলের রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইট, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ ভিজিট করুন।
এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ-ইন করুন।
এবার উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। রিডিম কোডগুলি কেবলমাত্র প্রথম ৫০০ ব্যবহারকারীর জন্য উপলব্ধ। সুতরাং তাড়াতাড়ি করুন এবং কোড রিডিম করুন। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।