
Free Fire Max redeem codes 20 May 2022 today : আজকের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন
Garena Free Fire Max today redeem codes 20 May: গেরিনা ফ্রি ফায়ারের বিকল্প হিসাবে প্লে স্টোরে উপলব্ধ উচ্চতর ভার্সনের Garena Free Fire Max । এতে রয়েছে উন্নত গ্রাফিকস, ক্যারেক্টার এবং অ্যানিমেশনের ব্যবহার। শুধু কি তাই ? এর সাথে রিলিজ হচ্ছে প্রতিদিন ফ্রি রিডিম কোড,যা প্লেয়ারদের বিনামূল্যে ইনগেম আইটেম অর্জন করতে সাহায্য করছে। তবে খেয়াল রাখবেন এই কোডগুলো ১২ থেকে ২৪ ঘণ্টার জন্য বৈধ। তাই যত দ্রুত সম্ভব কোড ব্যবহার করার জন্য দেখে নিন আজকের Garena Free Fire Max রিডিম কোডগুলি।
Garena Free Fire Max redeem codes for 20 May 2022 (গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ২০ মে ২০২২)
FV4B HU76 T5RF
G4B5 TJGS RE8D
SXQ2 DR3T 4G5H
J6I8 YHG5 JKI6
F78K M9L8 LP0O
LKM9 87K6 5I48
372T RED9 SXC1
FRQ4 I3SE IDQC
FV2G 3Y4H 5B6J
5POE NDS7 X8Y7
T6FT AY3V BQ9U
NIJ2 K34I U5R4
FI7K 8UKY 9GU8
FY7T 6R5S QDR1
V2IJ 234U RY7F
6RDT SVBH WNK3
গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire Max codes)
ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড অর্জন করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে গেরিনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।
এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।
এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী পর্যায় যাওয়ার জন্য কনফার্ম বাটনে ক্লিক করুন।
এরপর ক্রস রেফারেন্সের জন্য আপনার স্ক্রিনে একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ওকে বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।