
Garena Free Fire Max Redeem Code Today for 25 July 2023: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড
হাতে মাত্র আর কয়েকদিন। ফ্রি ফায়ার ম্যাক্স (Free Fire Max) গেমাররা এই কয়েকদিনের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন বানি রিং, মিস্ট্রি শপ এবং প্লে এন্ড উইন ইভেন্টে। আর এই ইভেন্টগুলিতে অংশগ্রহণ করতে পারলেই তারা সীমিত সময়ের মধ্যে পেয়ে যেতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। যদিও সাথে প্রতিদিনের রিডিম কোডের (Redeem Codes) মাধ্যমে বিনামূল্যে পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তো থাকছেই। তাই এই সুযোগ যদি হাতছাড়া করতে না চান, তাহলে দেখে নিন আজকে ফ্রি রিডিম কোডগুলি।
Garena Free Fire Max Redeem Codes for 25 July 2023
আজ অর্থাৎ 25 July- এর Garena Free Fire Max Redeem Codes হল- FFICJGW9NKYT
XUW3FNK7AV8N
VNY3MQWNKEGU
FFIC33NTEUKA
ZZATXB24QES8
U8S47JGJH5MG
ST1ZTBE2RP9
3IBBMSL7AK8G
B3G7A22TWDR7X
6KWMFJVMQQYG
FFCMCPSUYUY7E
X99TK56XDJ4X
MCPW2D1U3XA3
FFCMCPSEN5MX
How to Redeem Today Garena Free Fire Max Redeem Codes
আজ অর্থাৎ ২৫ জুলাইয়ের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই অফিসিয়াল Redemption Site, অর্থাৎ reward.ff.garena ডট com/en -এ ভিজিট করুন।
এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ-ইন করুন।
এবার উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। রিডিম কোডগুলি কেবলমাত্র প্রথম ৫০০ ব্যবহারকারীর জন্য উপলব্ধ। সুতরাং তাড়াতাড়ি করুন এবং কোড রিডিম করুন।