
Garena Free Fire Max Redeem Codes Today 25 June 2023: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন
ভারতে গ্যারেনা ফ্রি ফায়ার ব্যান হওয়ার পর মোবাইল গেমাররা এখন মজেছেন উচ্চতর ভার্সনের গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max) গেমের প্রেমে। কারণ এখানেও অরিজিনাল ফ্রি ফায়ার -এর মত প্রতিদিন রিলিজ করা হয় ১২ ডিজিটের রিডিম কোড (Redeem Codes), যা ব্যবহার করে গেমাররা বিনামূল্যে অর্জন করতে পারেন বিভিন্ন মূল্যবান ইনগেম আইটেম। শুধু খেয়াল রাখতে হবে, এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘণ্টার জন্য বৈধ। তাই সময় শেষ হওয়ার আগেই দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি।
Garena Free Fire Max Redeem Codes for 25 June 2023
আজ অর্থাৎ 25 June- এর Garena Free Fire Max Redeem Codes হল- F57IU56RJN7THA
FQ4R2DCVBNHNMM
FMOIDIRU5TJT5A
FQED2SX3XSCRXD
FTFYVUGYK7K8LIL
FPJOF0OE5I8HYQ
FD1S234TXRFER5
FJTGIID5HJYHKC
FOSHDHJHJYHGYH
FFR6YHUYHX5R4E
FQDFG12Y3T4RU8
FUGEGB56HKCJMX
FBGFZXRA4EQD1C
FV2H3TB8FRYH7T
How to Redeem Today Garena Free Fire Max Redeem Codes
আজ অর্থাৎ ২৫ জুনের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই অফিসিয়াল Redemption Site, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ ভিজিট করুন।
এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ-ইন করুন।
এবার উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। রিডিম কোডগুলি কেবলমাত্র প্রথম ৫০০ ব্যবহারকারীর জন্য উপলব্ধ। সুতরাং তাড়াতাড়ি করুন এবং কোড রিডিম করুন।