
Garena Free Fire Redeem Codes for 17 April 2023 Today: রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড, স্কিনস
Garena Free Fire Redeem Codes Today: অ্যাডভেঞ্চার সমৃদ্ধ রয়্যাল ব্যাটেল গেম গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। কারণ এর আকর্ষণীয় গেমপ্লে ইতিমধ্যেই গেমারদের মন জয় করেছে। শুধু তাই নয়, এর সাথে থাকছে প্রতিদিন ফ্রি রিডিম কোডের (Garena Free Fire Redeem Codes) মাধ্যমে পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ।
শুধু গ্যারেনা ফ্রি ফায়ার গেমারদের মনে রাখতে হবে, এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘণ্টার জন্য বৈধ। তাই সময় শেষ হওয়ার আগেই দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি।
Garena Free Fire Redeem Codes for 17 April 2023 (১৭ এপ্রিলের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড)
আজ অর্থাৎ ১৭ এপ্রিলের Garena Free Fire Redeem Codes হল – FQEDFRTJYUY8OP9
F0KT76HDSC23BTY
FHYUJUIKG65XSAA
F12YUJNGYUJKUO0
FOKJF6TGHF7T67H
FTGDE59O89ULXDF
F34TTYGTYH56GHG
FFJIKI6T7U668O6
Garena Free Fire Today Latest Redeem Codes (গ্যারেনা ফ্রি ফায়ার আজকের রিডিম কোড)
গ্যারেনা ফ্রি ফায়ার এর আজকের রিডিম কোড হল – F76UJ7YKLU9HD54
FGFSQ23ER5F56H
FGTHYGYUJUIK0O5
F6GSAQSQ23GRTG
FT6TT6YTGFABQHJ
FUU23URDURF5GH
FUIBHUJIKO0998H
FGFSAQ234RTRFGY
FTGIIUHJNGXSYJ8
FF7IUY89OI9UT7U
How to Redeem Today Garena Free Fire Redeem Codes (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড কীভাবে রিডিম করবেন)
আজ অর্থাৎ ১৭ এপ্রিলের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে পুরস্কার জেতার জন্য অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
এবার Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
এরপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।