
Kareena Kapoor Khan : লন্ডনে 'দ্য রোলিং স্টোনস'-এর কনসার্টে সইফ, করিনা, তৈমুর
নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগেই সুজয় ঘোষের ওয়েবসিরিজ ‘ডিভোশন’-এর শুটিংয়ে দার্জিলিং-এ এসেছিলেন। ‘ডিভোশন’-এর কাজ সেরে মুম্বই হয়ে আপাতত লন্ডনে পৌঁছেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। নাহ, কোনও ছবির শুটিং নয়, আপাতত সেখানে স্বামী-পুত্র নিয়ে ছুটি কাটাচ্ছেন বেবো। সম্প্রতি, লন্ডন(London)-এর হাইড পার্কে সপরিবারে রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’-এর কনসার্টে যোগ দিয়েছিলেন অভিনেত্রী।
কনসার্টে যাওয়ার আগে ছবি তুলে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন করিনা। ছবির ক্যাপশানে লেখা ‘দ্য রোলিং স্টোনস বেবি’। যেখানে সইফ, তৈমুর, করিনা তিনজনকেই কালো টি-শার্ট পরে দেখা যাচ্ছে। যাতে রয়েছে ‘দ্য রোলিং স্টোনস’ ব্যান্ডের লোগো। টি-শার্টের উপর সইফ-করিনা দুজনকেই লেদার জ্যাকেট গায়ে দেখা যাচ্ছে। আর তৈমুরের পরনে সোয়েট শার্ট।
আরও পড়ুন-‘হিন্দু ক্যালেন্ডার দেখে মঙ্গলযান পাঠিয়েছিল ইসরো’, মন্তব্য করে ট্রোলড মাধবন
এই প্রথম নয়, মাঝে মধ্যেই মুম্বই ছেড়ে লন্ডনে ছুটি কাটাতে যান করিনা। আর এবার সইফ, করিনা, তৈমুরের সঙ্গে যোগ দিয়েছে ছোট্ট জেহ। প্রসঙ্গত সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর হাত ধরে ওটিটিতে পা রাখছেন করিনা। যখানে করিনা ছাড়াও রয়েছেন বিজয় ভার্মা, জয়দীপ আহালওয়াত। অন্যদিকে ১১ অগস্ট মুক্তি পাচ্ছে অদ্বৈত চন্দন পরিচালিত ছবি ‘লাল সিং চাড্ডা’। সেখানেও আমিরের বিপরীতে দেখা যাবে করিনাকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)