
Nubia Z50 Ultra: নচ-পাঞ্চহোল ব্যতীত ভালো দামে ইউনিক ডিজাইনের ফোন
নুবিয়া Z50 আল্ট্রা স্মার্টফোনের স্ক্রিন সিস্টেম আপনাকে বিমোহিত করবে। এ মোবাইলটি হচ্ছে নুবিয়ার সবথেকে দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন। স্মার্টফোনটির পেছনে বড় আকারের লেন্স ইন্সটল করা আছে। আগের মডেল থেকে ডিজাইনে তেমন পার্থক্য লক্ষ্য করা যায়নি।
নুবিয়ার এ হ্যান্ডসেটে এলার্ট স্লাইডার যোগ করা হয়েছে। ডিভাইসটিতে ক্যামেরা সিস্টেম এ বেশি ফোকাস করা হয়েছে। ৬.৮ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। IR, NFC, ডুয়েল ন্যানো সিমের মত ফিচার যোগ করা হয়েছে।
1116P রেজুলেশন ও ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির আরও একটি ইতিবাচক দিক হচ্ছে, এটির বেজেল অনেক কম। ফ্রন্ট ক্যামেরা এমনভাবে হাইড করা হয়েছে যে, আপনার এটি খুঁজে পেতে বেশ কষ্টই হবে।
তবে উজ্জ্বল আলোতে এটির ব্রাইটনেসের ঘাটতি কিছুটা সমস্যা তৈরি করতে পারে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবি তেমন স্পষ্ট নয়। তবে AI এলগরিদম ব্যবহার করলে বেশ সুস্পষ্ট ছবি আসে।
১০৮০পি রেজুলেশন বজায় রেখে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি সম্ভব। তবে যারা সেলফি পাগল তাদের এ ফোন এড়িয়ে চলা উচিত। শক্তিশালী Snapdragon 8 Gen 2 প্রসেসর এটিকে গেমিং ফোন হতে সহায়তা করেছে।
গেমিং স্মার্টফোন হিসেবে নুবিয়ার ফোনটি আপনার চয়েজ লিস্টে রাখতে পারবেন। নুবিয়ার এই স্মার্টফোনের ক্যামেরার স্ট্যাবিলিটি আপনাকে মুগ্ধ করবে। ভাইব্রেন্ট কালার, সুস্পষ্টতা এবং ডাইনামিক রেঞ্জ এটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
৫০০০ মেগাহার্জের বিশাল ব্যাটারি এই স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে। ফোনটি ফুল চার্জ হতে ৪০ মিনিট সময় নেয়।
নুবিয়ার নতুন স্মার্টফোনের টেকসই ব্যাটারির ফিচার দেওয়া হয়েছে। তবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এখানে ওয়ারলেস চার্জিং এর ফিচার থাকাটা উচিত ছিল। স্মার্টফোনটির নিজস্ব মাই অপারেটিং সিস্টেম অনেকটা শাওমির ইউজার ইন্টারফেস এর মতই।
নুবিয়ার নিজস্ব সিস্টেমে আপনি কম্ফোর্টেবল ফিল করবেন। এটি ইউনিক ক্যাটাগরির স্মার্টফোন। গেমিং, ফটোগ্রাফি, অথবা টেকসই ব্যাটারি লাইফ সবদিক দিয়েই স্মার্টফোনটি ভালো পারফর্ম করেছে। আপনি যদি নচ অথবা পাঞ্চহোল ব্যতীত একটি স্মার্টফোন ক্রয় করতে চান তাহলে ভালো দামে এটির থেকে আর ভালো অপশন আপাতত হবে না। ZTE nubia Z50 Ultra স্মার্টফোনের প্রাইস ৪৮ হাজার রুপি এবং ৬০ হাজার টাকা।