টেকনোলজি

RE Hunter 350, Honda CB350 RS নাকি Jawa 42, ইঞ্জিনে পাওয়ারে সেরা কোন বাইক? জেনে নিন

দূরের কোনো প্রান্তে মোটরসাইকেল নিয়ে পাড়ি দিতে হলে প্রয়োজন দীর্ঘ সময় আরামদায়কভাবে চলতে সক্ষম কোনো টু-হুইলারের। এই ক্রুজার সেগমেন্টে ভারতের বাজারে ৩৫০ সিসির ইঞ্জিন সমৃদ্ধ বাইকের তালিকা বেশ দীর্ঘ। একসময় এই সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের মতো সংস্থা চালকের আসনে থাকলেও বর্তমানে সেই জনপ্রিয়তায় ভাগ বসিয়েছে হোন্ডা কিংবা যাওয়া(Jawa) এর মত বিশ্বের তাবড় বাইক নির্মাতারা। মোটামুটি ভাবে ২ লাখ টাকার আশেপাশ থেকেই শুরু হয় এদের মূল্য।

সম্প্রতি হোন্ডা তার CB350 RS এবং H’ness বাইক দুটিতে এক নতুন ধরনের ডিজাইনের আপডেট যুক্ত করেছে। অন্যদিকে গত বছরের আগস্ট মাসেই ধুমধাম করে এদেশের মাটিতে আত্মপ্রকাশ করেছে রয়্যাল এনফিল্ডের এন্ট্রি লেভেল এর ক্রুজার বাইক- Hunter 350। লঞ্চ হওয়ার পর থেকেই ভারতীয়দের মনে নিজের বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছে এই হান্টার। আবার একসময়ের এদেশের রাস্তায় দাপিয়ে বেড়ানো Jawa সংস্থার পুনর্জীবন লাভ হয়েছে Jawa 42 এর সাথে। আজকের আলোচনায় ক্রুজার বাইক হিসাবে এই তিন মহারথীর ইঞ্জিনের খুঁটিনাটি তুলে ধরলাম আমরা।

যেকোনো জীবাশ্ম জ্বালানি চালিত ইঞ্জিনের কিউবিক ক্যাপাসিটি বিচার হয় কিউবিক সেন্টিমিটার বা সিসি একক দিয়ে। সেই দিক থেকে বিচার করলে রয়্যাল এনফিল্ড হান্টারে ৩৪৯ সিসির ইঞ্জিন ব্যবহৃত হলেও হোন্ডা এবং Jawa এর বাইক দুটিতে রয়েছে ৩৪৮.৩৬ সি সি এবং ৩৩৪ সিসির শক্তিশালী ইঞ্জিন। হান্টার ৩৫০ বাইকটিতে ব্যবহৃত এই ইঞ্জিন থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপাদিত হয়। অন্যদিকে Honda CB350 RS এর ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার ও টর্ক যথাক্রমে ২০.৭৮ বিএইচপি এবং ৩০ এনএম। অন্যদিকে Jawa 42 এর ইঞ্জিন থেকে ২৬.৯৫ বিএইচপি শক্তি এবং ২৬.৮৪ এনএম টর্ক জেনারেট হয়।

রয়্যাল এনফিল্ড ও হোন্ডার বাইক দুটিতে পাঁচ ধাপযুক্ত গিয়ার বক্স এবং এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহৃত হলেও Jawa 42 তে ছয় স্পিড গিয়ার বক্স এবং উন্নত প্রযুক্তির লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। অর্থাৎ ইঞ্জিনের পাওয়ার আউটপুট এবং কুলিং সিস্টেমের দিক থেকে বেশ খানিকটা এগিয়ে Jawa। এই বাইকটির ওজন ১৮২ কেজি। তবে হান্টার ৩৫০ এবং CB350 RS বাইক দুটির ওজন যথাক্রমে ১৭৭ কেজি ও ১৭৯ কেজি যা শহরের ব্যস্ততম রাস্তায় চলাচলের উপযুক্ত।

প্রসঙ্গত রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইকটিতে রয়েছে রেট্রো এবং মেট্রো এই দুটি ভ্যারিয়েন্ট। নব্য-প্রাচীন ডিজাইনের এই বাইকটি ক্লাসিক ৩৫০ এবং মিটিয়র ৩৫০ এ ব্যবহৃত একই ধরনের J সিরিজের প্লাটফর্ম এর উপর নির্মিত। এই তিনটি বাইকের দামের দিকে নজর দিলে দেখা যাবে Hunter 350 এবং Jawa 42 বাইক দুটির দাম শুরু হচ্ছে ১.৭২ লাখ টাকা (এক্স শোরুম) থেকে। অন্যদিকে Honda CB350 RS সে তুলনায় খানিকটা এগিয়ে। এর এক্স শোরুম মূল্য ২.০৫ লাখ টাকা।

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Stream TV Pro News - Stream TV Pro World - Stream TV Pro Sports - Stream TV Pro Entertainment - Stream TV Pro Games - Stream TV Pro Real Free Instagram Followers PayPal Gift Card Generator Free Paypal Gift Cards Generator Free Discord Nitro Codes Free Fire Diamond Free Fire Diamonds Generator Clash of Clans Generator Roblox free Robux Free Robux PUBG Mobile Generator Free Robux 8 Ball Pool Brawl Stars Generator Apple Gift Card Best Android Apps, Games, Accessories, and Tips Free V Bucks Generator 2022