টেকনোলজি

Royal Enfield বাজেটে না কুলালে এই বাইক কিনতে পারেন, 10,000 টাকা ছাড়ে মিলছে

এদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা কাওয়াসাকি (Kawasaki) বেশ কয়েক মাস আগেই ভারতের বাজারের জন্য তাদের সবচেয়ে কম দামের টু-হুইলার মডেল- W175 নিয়ে এসেছে। এমনকি গ্রাহকদের আকর্ষিত করতে এই বাইকটির উপর “গুড টাইমস ভাউচার” ডিসকাউন্ট অফার চালু করেছে এই সংস্থা। এর ফলে বাইকটির দামের (এক্স শোরুম) উপর মোট ১০,০০০ টাকার ছাড় পাবেন গ্রাহকরা। গত মাসেই এই অফারটি নিয়ে এসেছিল তারা। প্রথম দফায় এই অফার ৩০শে এপ্রিল পর্যন্ত কার্যকর থাকলেও বর্তমানে তা বেড়ে হয়েছে ৩১শে মে পর্যন্ত।

Kawasaki W175 বাইকটির দুইটি ভ্যারিয়েন্ট – স্ট্যান্ডার্ড ও স্পেশাল। স্ট্যান্ডার্ড অর্থাৎ বেস মডেলটির এক্স শোরুম মূল্য ১.৪৭ টাকা হলেও স্পেশাল এডিশনের জন্য খরচ হবে ১.৪৯ লাখ টাকা(এক্স শোরুম)। স্পেশাল সংস্করণটির পেইন্ট স্কিম অনেক বেশি আকর্ষণীয়। এদেশের বাজারে Royal Enfield Hunter 350 এবং TVS Ronin এর সাথে টক্কর নিতেই লঞ্চ হয়েছে W175। যদিও হান্টার এবং রনিন এই দুটি বাইকই পারফরমেন্সের দিক থেকে W175 এর চেয়ে অনেকটাই এগিয়ে।

W175 এর যে ভ্যারিয়েন্ট দুটি উপলব্ধ রয়েছে তাদের মধ্যে রঙের পার্থক্যই প্রধান। ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে উভয় ক্ষেত্রেই একই ধরনের গোলাকার হেডলাইট, টিআর ড্রপ আকৃতির ফুয়েল ট্যাংক, সিঙ্গেল পিস সিট, সাধারণ পিলিয়ন গ্র্যাবরেল, ছোট এগজস্ট পাইপ এবং স্পোক যুক্ত চাকা দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট ইবনী পেইন্ট এবং স্পেশাল এডিশন ক্যান্ডি পারসিমাম রেড রঙে কিনতে পাওয়া যায়।

এমনকি ইঞ্জিনের কারিকুরিতেও উভয় সংস্করণেই যথেষ্ট মিল লক্ষ্য করা যায়। এক্ষেত্রে চালিকাশক্তি যোগায় ১৭৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। সঙ্গে থাকা ট্রান্সমিশন সিস্টেমে গিয়ারের সংখ্যা পাঁচ। এই ইঞ্জিনটি ৭৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১২.৮ বিএইচপি এবং ৬০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৩.২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Stream TV Pro News - Stream TV Pro World - Stream TV Pro Sports - Stream TV Pro Entertainment - Stream TV Pro Games - Stream TV Pro Real Free Instagram Followers PayPal Gift Card Generator Free Paypal Gift Cards Generator Free Discord Nitro Codes Free Fire Diamond Free Fire Diamonds Generator Clash of Clans Generator Roblox free Robux Free Robux PUBG Mobile Generator Free Robux 8 Ball Pool Brawl Stars Generator Apple Gift Card Best Android Apps, Games, Accessories, and Tips Free V Bucks Generator 2022