বিনোদন

Salman Khan: ৯৯৯ টাকাতে 'ভাইজান'-এর দর্শন, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে খবরের অপেক্ষায় বুক বাঁধছিলেন ফ্যানরা। অবশেষে সেই পাকা খবর চলে এল। কলকাতা কাঁপাতে সদলবলে আসছেন সলমান খান (Salman Khan)। আগামী ১৩ মে ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে আগুনে শোয়ের জন্য দিন গুনছেন ‘কিসি কা ভাই কিসি কী জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। ১২ মে শহরে পা রাখবেন ‘ভাইজান’। জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee, Chief Minister of West Bengal) সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন ‘ভাইজান’ (Bhai Jaan)। জানা গিয়েছে মাত্র ৯৯৯ টাকা খরচা করলেই একেবারে সামনে থেকে দর্শন পাবেন সলমানের। স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা টগবগ করছেন তাঁর ভক্তরা। 

দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় ঝড় তুলতে আসছেন সলমান। শেষবারের মতো ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। তাই এবারের সলমানের কনসার্ট নিয়ে বেশি উন্মাদনা তুঙ্গে। ইতমধ্যেই অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং। একেবারে জেট গতিতে টিকিট বিক্রি হচ্ছে। মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট। এরপর অবশ্য আরও বেশি মূল্যের টিকিট রয়েছে। ১৫০০, ১৬৫০, ২৫০০, ৩৫০০ টাকার দামের টিকিট রয়েছে। সর্বোচ্চ টিকিটের দাম ২৫ হাজার টাকা। শোনা যাচ্ছে, টিকিটের মান অনুসারে, দর্শকদের জন্য বসার জায়গা তৈরি করা হবে। ‘ভাইজান জোন’,’টাইগার জোন’, ‘ওয়ান্টেড জোন’-এ বসে সলমনের কনসার্ট দেখতে পারবেন দর্শকরা।  

আরও পড়ুন: Apple Store Launch Event:মুম্বাইয়ে প্রথম অ্যাপল স্টোর লঞ্চ! টিম কুকের সঙ্গে দেখা করতে গোটা বি-টাউন…

আরও পড়ুন: Mahi Gill Marriage: গোপনে বিয়ে করেছেন মাহি গিল, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী?

বলিউডের এই তারকার কলকাতা সফর ‘দাবাং ট্যুর’-এর (Da- Bangg The Tour) অঙ্গ। ইস্টবেঙ্গল ক্লাবে শতবর্ষ উদযাপন চলছে। অগনিত লাল-হলুদ সমর্থকের জন্য এই বিশেষ উপহার। দ্রুত এই মেগা শোয়ের টিকিট বিক্রি শুরু হবে। দেখতে গেলে গত ৩ এপ্রিল সলমানের শোয়ের সবুজ সংকেত চলে এসেছিল। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ন’সদস্যের বিশেষ প্রতিনিধি দল কয়েক সপ্তাহ আগেই ইস্টবেঙ্গল মাঠ খুঁটিয়ে দেখে গিয়েছিল। লাল-হলুদ কর্তা দেবব্রত সরকারের সঙ্গেও আলোচনা করেছিলেন প্রতিনিধিরা।

সলমানের সঙ্গে আসছেন বলিউডের একঝাঁক তারকারা। স্টেজ মাতাবেন অভিনেত্রী পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং গায়ক গুরু রন্ধাওয়া। তাই লাল-হলুদ তাঁবুতে সলমানের নাচে জমজমাট হয়ে উঠতে চলেছে ১৩ মে’র রাত। ‘দাবাং ট্যুর’-এর ঢাকে কাঠি পড়ে গেল। লাল-হলুদের শতবর্ষ উদযাপনের উপলক্ষে সলমান অ্যান্ড কোং পারফর্ম করবেন। এমন খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। তবে সেই খবর এবার সত্যি হতে চলেছে। সলমানের ফ্যানরা সারা বিশ্ব জুড়ে রয়েছেন। কলকাতাতেও ভাইজান বলতে অজ্ঞান কোটি কোটি অনুরাগী। তাঁদের এখন থেকেই দিন গোনা শুরু হয়ে গেল। আপাতত বহু প্রতীক্ষিত ছবির প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন ভাইজান। আসন্ন ঈদ অর্থাৎ ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভাইজানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এরপরেই কলকাতায় পা রাখছেন সলমান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Stream TV Pro News - Stream TV Pro World - Stream TV Pro Sports - Stream TV Pro Entertainment - Stream TV Pro Games - Stream TV Pro Real Free Instagram Followers PayPal Gift Card Generator Free Paypal Gift Cards Generator Free Discord Nitro Codes Free Fire Diamond Free Fire Diamonds Generator Clash of Clans Generator Roblox free Robux Free Robux PUBG Mobile Generator Free Robux 8 Ball Pool Brawl Stars Generator Apple Gift Card Best Android Apps, Games, Accessories, and Tips Free V Bucks Generator 2022