
Sean Banerjee: হানিমুনে শন-ঐশ্বর্য, নয়া জার্নি শুরু জনপ্রিয় অভিনেতার…
Sean Banerjee, Aishwarya sen, OTT, Web series, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় মুখ শন বন্দ্যোপাধ্যায়। সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলেও শন জনপ্রিয়তা পান ছোটপর্দায়। একের পর এক ধারাবাহিকে তিনি হয়ে ওঠেন পছন্দের অভিনেতা। এবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় পা রাখছেন ওয়েব সিরিজে। ক্লিকের আগামী ওয়েব সিরিজ হানিমুনে ওটিটিতে ডেবিউ করছেন শন। সিরিজের পরিচালনায় সৌমিক চট্টোপাধ্যায়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌমিত দেব।
আরও পড়ুন-Disha Patani in Varanasi: ‘এই গরমে শাল!’ বেনারসে দিশার গঙ্গা আরতি, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল’…
সিরিজটির গল্প একটি কাপলকে নিয়ে। বিয়ের ছ’মাস পর হানিমুনে গিয়ে সুখী দম্পতি রঞ্জিনী আর ঈশান চ্যাটার্জির সঙ্গে আলাপ হয় শেখরের সঙ্গে। আর এই ব্যক্তিই প্রভাবেই তছনছ ও রক্তাক্ত হতে থাকে ঈশান এবং রঞ্জিনীর জীবন। কেন করছে শেখর এমন, তার উত্তর পাওয়া যাবে গল্পের শেষে।
পরিচালক শৌমিক চট্টোপাধ্যায় জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, ‘অসম্ভব ভালো একটা কাস্ট অ্যান্ড ক্র এর সঙ্গে আমার কাছে ‘হনিমুন’ পরিচালনা করার উপরি পাওনা হলো ভিমলি, আরাকু ভ্যালি, বিশাখাপত্তনমের মতো অপূর্ব সমস্ত জায়গায় শুটিং করার চমৎকার অভিজ্ঞতা। ক্লিক থেকে সব সময়ে নতুন ধারার কাজ করাতে প্রচুর উৎসাহ যোগায়। ঐশ্বর্যের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এক অহসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই চালিয়ে যাওয়া চরিত্রটি ঐশ্বর্য দারুণ ফুটিয়ে তুলেছে। ঐশ্বর্যের মতোই সুব্রতর সঙ্গেও এটা আমার দ্বিতীয় কাজ, ‘ব্যোমকেশ’, নলিনিকান্তের পরে। সুব্রত অনেক গুলো শেডের একটা অত্যন্ত জটিল চরিত্রে অনবদ্য অভিনয় করেছে। শনের সঙ্গে এটা আমার প্রথম কাজ কিন্তু শনও যে বহুমুখি জটিল চরিত্রে অভিনয় করেছে তা প্রশংসার দাবী রাখে। সব মিলিয়ে আমরা সবাই চেষ্টা করেছি একটা গোপনীয়তার আড়াল থেকে বেরিয়ে আসা একটা থ্রিলিং সার্ভাইভালের গল্পকে প্রাণ দিতে।’
শন বলেন,“ক্লিক এবং আমাদের পরিচালক সৌমিকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে৷ এটা আমার প্রথম ওয়েব সিরিজ তাই স্বভাবিক ভাবেই উত্তেজনাটা অনেকটা বেশী আর ততটাই ভয়েও আছি। ভাইজ্যাগ এবং আরাকুর অপূর্ব সমস্ত লোকেশনে অমন বন্ধুর মতো টিমের সঙ্গে শুটিং করতে পেরে আমার সত্যিই নিজেকে বেশ ভাগ্যবান বলে মনে হচ্ছে”।
আরও পড়ুন- Jeetu Kamal| Ritabhari Chakraborty: ঋতাভরীর ‘আপনজন’ জীতু, প্রকাশ্যে নয়া জুটির ছবি…
সুব্রত দত্ত জানান, “আমার একবারই বিয়ে হলেও প্রেমে একাধিকবার পড়েছি, আর এই শেষবার পড়লাম ‘হনিমুন’ করতে গিয়ে, আরাকু, ভাইজ্যাগ, বোরা কেভসের প্রেমে। সৌমিকের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ আর ক্লিকের সঙ্গে দ্বিতীয়৷ ধন্যবাদ এই দুজনকে আমায় এই সুযোগটা দেওয়ার জন্যে, ধন্যবাদ আমার সহ-অভিনেতা ঐশ্বর্য, শন আর ডিওপি মধু শীকে।”
ঐশ্বর্য সেনের মতে, “সৌমিক চ্যাটার্জির নির্দেশনায় ক্লিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। ভাইজ্যাগ আর আরাকুতে এই প্রথম শুটিং অভিজ্ঞতা নিয়ে ভালোলাগা ছাড়া আর কিছু বলার নেই। সৌমিকদা আমার প্রিয়তম ডিরেক্টরদের মধ্যে অন্যতম…যে এবারেও সবসময় আমার পাশে থেকেছে। সুব্রত দত্ত আর শনের সঙ্গে এটা আমার প্রথম কাজ, দুজনেই অসম্ভব ভালো কাজ করেছে আর সুব্রতদার মাপের অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ মানেই কাজ শিখতে পারার একটা সুযোগ। ধন্যবাদ ক্লিক পরিবার আমাকে এই কাজে যোগ্য মনে করার জন্যে.”
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)