
TVS বাজার কাঁপাতে আনছে Apache RTX বাইক, ইঞ্জিন-ফিচার-দাম কেমন হবে দেখুন
TVS Apache RTX Name Registerd
অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীর সংখ্যা ভারতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বস্তুত এই সকল ক্রেতাদের চাহিদা পূরণের তাগিদে কোমর বেঁধে নেমেছে বিভিন্ন টু-হুইলার কোম্পানি। তাই দেশীয় সংস্থা হিসেবে টিভিএস মোটর (TVS Motor)-ই কেন পিছিয়ে থাকবে। তারাও এবারে এই সেগমেন্টে পদার্পণ করতে চলেছে। আসলে সংস্থাটি এদেশে ‘TVS Apache RTX’ নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। তার পরেই এই বিষয়ে জল্পনা বেড়েছে।
Apache RTX নামের অ্যাডভেঞ্চার বাইক আনতে পারে টিভিএস
‘TVS Apache RTX’ নামটি রেজিস্টার করতে দেখে এটি স্পষ্ট যে, বর্তমানে টিভিএস অ্যাডভেঞ্চার সেগমেন্টের প্রতি গুরুত্বের সঙ্গে দৃষ্টি নিক্ষেপ করেছে। Apache RTX-এ BMW G 310 GS-এর ইঞ্জিন ব্যবহার করা হবে বলেই অনুমান করা হচ্ছে। যা থেকে ৩৩.৫২ বিএইচপি শক্তি এবং ২৮ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৬-স্পিড গিয়ারবক্স।
ফিচার্স হিসেবে TVS Apache RTX-এ অফার করা হতে পারে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক, রিয়ার অ্যাডজাস্টেবল সাসপেনশন, ফুল এলইডি লাইটিং ইত্যাদি। আরপিএম, মাইলেজ, ফুয়েল ক্যাপাসিটি, গিয়ার পজিশনিং, ট্যাকোমিটার – এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ভেসে উঠবে। এছাড়া দেওয়া হতে পারে স্মার্টফোন কানেক্টিভিটি।
TVS Apache RTX লঞ্চ হলে এর মূল্য ৩ লাখ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি ধার্য করা হতে পারে। ভারতের বাজারে উপলব্ধ কয়েকটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হিসেবে Hero XPulse, Royal Enfield Himalayan, KTM Adventure সিরিজ, BMW G 310 GS, Suzuki V-Strom SX 250 ও Yezdi Adventure-এর নাম নেওয়া যায়।