
Vikram Gokhale : হাসপাতালে অভিনেতা বিক্রম গোখলে, পরিস্থিতি সংকটজনক
Vikram Gokhale, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম গোখলে। তাঁর পরিস্থিতি সংকটজনক। হিন্দি ও মারাঠি সিনেমার পরিচিত নাম বিক্রম গোখলে। জানা যাচ্ছে, গত সপ্তাহেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। যদিও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে হাসপাতালে তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতার শারীরিক পরিস্থিতি এই কয়েকদিনে ক্রমাগত অবনতি হয়েছে।
বুধবার, সন্ধেয় সংবাদ সংস্থা PTI সূত্রে জানানো হচ্ছে, জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলেকে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক। বর্তমানে বিক্রম গোখলের বয়স ৭৭ বছর। কয়েকদিন আগে মারাঠি সংবাদমাধ্যম ‘নবশক্তি’-তেও তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে খবর প্রকাশিত হয়। তবে ওই সংবাদমাধ্যমে বিক্রম গোখলের অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছিল। অভিনেতার ঠিক কী হয়েছে তা নিয়েও বিশেষ কিছু জানানো হয়নি। এমনকি অভিনেতার পরিবারের তরফেও কিছু জানানো হয়নি। ২০১৬ সালে অসুস্থতার কারণেই মারাঠি থিয়েটার থেকে অবসর নিয়েছিলেন অভিনেতা।
১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে অমিতাভ বচ্চনের ‘পরওয়ানা’ ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন বিক্রম গোখলে। ‘হম দিল দে চুকে সনম’, ‘অগ্নিপথ’, ‘খুদগাওয়া সহ একাধিক’ ছবিতেও অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যায় তাঁকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)